নিজস্ব প্রতিবেদক।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফারজানা ইসলামের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আধা ঘন্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ধারনা করা হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অর্থের অনিয়ম ও দেড় কোটি টাকা ভাগ বাটোয়ারার ইস্যূতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আর্থিক অনিয়মের অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে ছাত্ররা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এর আগে একই ইস্যূকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদ হারাতে হয় রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে উপাচার্য ফারজানা ইসলাম একই অভিযোগের কারনে পদ হারাতে পারেন বলে এমন আভাস পাওয়া গেছে।






















