জাতীয় ১৯ ডিসেম্বর, ২০২২ ১০:০৫

আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে রড বিঁধে যুবকের মৃত্যু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনার গোল উল্লাস করতে গিয়ে রাকিব হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

জানা যায়, ব্রিজের রডে বিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। রোববার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাচালে এ ঘটনা ঘটে।নিহত রাকিব হোসেন (২৫) ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, রবিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য দুই সেতুর মাঝে পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এসময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়ে যান। 

এর ফলে পিঠে রড বিধে মারাত্মক আহত হন রাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

আমাদের কাগজ/এম টি