জাতীয় ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৪৫

আওয়ামী লীগের দুর্নীতির 'হাওয়া ভবন' নাই: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট।। 

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের দুর্নীতির হাওয়া ভবন নাই। বিএনপি নিজেরাই ৫ বারের দুর্নীতির চ্যাম্পিয়ন। তাদের মুখে দুর্নীতি অভিযোগ তোলা হাস্যকর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকার ও দলের ভাবমূর্তি স্বচ্ছ হওয়া দরকার। আমরা নিজেদের ইমেজ স্বচ্ছ করতে না পারলে দলের ভাবমূর্তি নষ্ট হয়। যারা দুর্নীতি প্রবণ, তাদের দলে স্থান হবে না। অপকর্ম যারা করে, তারা সরকারের উন্নয়ন অর্জনকে ম্লান করে দেয়। তাই যেই অপকর্ম করুক, কোনো ছাড়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেয় হবে। সে দলের যত বড় পর্যায়ের নেতাই হউক না কেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয়বার পার্টির সাধারণ সম্পাদক থাকবো কি না, তা নেত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। নেত্রী চাইলে আবার দায়িত্ব দিবেন, না চাইলে অন্য কোনো দায়িত্ব দেবেন।

তিনি বলেন, সাধারণ সম্পাদকের পদটি পার্টির সর্বোচ্চ পদধারীর নির্দেশেই চলে। এক্ষেত্রে অনেক প্রার্থী থাকতে পারে। আওয়ামী লীগের মতো একটি দলের সাধারণ সম্পাদক একবার হয়েছি, এটাই সম্মানের। সারাজীবন আওয়ামী লীগের কর্মী হিসেবেই থাকতে চাই।

ওবায়দুল কাদের আরও যোগ করেন যে, মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক হিসেবে নিজের সফলতার পাশাপাশি অনেক ব্যর্থতাও আছে।