জাতীয় ২৭ নভেম্বর, ২০২২ ১২:৫২

রুটি খেয়ে ভাইরাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজশাহীর বাঘা উপজেলার দিঘা বাজারে ফুটপাতে বসে কালাই রুটি খেয়েছেন চারঘাট-বাঘার এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এমন কয়েকটি ছবি ইতিমধ্যেই নেট জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।  

শনিবার (২৬ নভেম্বর) রাতে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে ফুটপাতে বসে তিনি রুটি খান।

 

জানা যায়, ঢাকা থেকে নিজ এলাকায় দুই দিনের সফরে এসে শুক্রবার (২৫ নভেম্বর) রাতে তার সফর সঙ্গীদের সঙ্গে নিয়ে স্থানীয় মান্নান চাচার দোকানে তিনি এ রুটি খান। 

শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য।

জানা গেছে, দিঘা বাজারের স্থানীয় বাসিন্দা মান্নান-নেহেরা দম্পতি দীর্ঘদিন ধরে ফুটপাতে বসে কালাই রুটি বিক্রি করেন। শাহরিয়ার আলম একটি রাজনৈতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে ফুটপাতে কালাই রুটির দোকান দেখতে পান। পরে গাড়ি থেকে নেমে সেখানে বসেই রুটি খান তিনি। একইসঙ্গে দোকানির পরিবারের খোঁজখবর নেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রুটি বিক্রেতা মান্নান বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার দোকানে এন রুটি খাবেন, সেটা তিনি স্বপ্নেও কল্পনা করেনরি।

উল্লেখ্য, কালাই রুটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার। মরিচ বাটা, পেঁয়াজ কুচির সঙ্গে সরিষার তেল দিয়ে বেগুন ভর্তার সঙ্গে গরম কালাই রুটি ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়। বর্তমানে রাজশাহীসহ অনেক জেলায় এই খাবার জনপ্রিয় হয়ে উঠেছে।

আমাদের কাগজ/এম টি