জাতীয় ২৪ নভেম্বর, ২০২২ ০৮:১৯

আগামী ২৯ নভেম্বর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ আজ (২৪  নভেম্বর) যশোরে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদের নির্বাচনী প্রচারের কাজ শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আগামী ২৯ নভেম্বর  জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সফরে দেশের বাহিরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  দেশে ফিরবেন ৩ ডিসেম্বর।

 

সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় সফরে জাপানে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পরদিন ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত থাকবেন। এ সমাবেশে চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলো থেকে ১০ লাখ লোক জমায়েত করার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। 

৭ ডিসেম্বর কক্সবাজারে আওয়ামী লীগের আয়োজনে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। তিনি পরের দিন ৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

 

আগামী নির্বাচন পর্যন্ত ঢাকাসহ সারা দেশে লাগাতার দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচিতে জনগণ ও দলের নেতাকর্মীদের জন্য দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

 

 

আমাদের কাগজ/এম টি