জাতীয় ২১ নভেম্বর, ২০২২ ০৯:৪০

রাজধানী থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসা থেকে মুনিয়া বেগম (২৬) এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে মুনিয়া বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 নিহতের স্বামীর নাম মনির হোসেন। তিনি পেশায় লেগুনাচালক।

এ বিষয়ে স্বামী মনির হোসেন বলেন, সকালে বাসা থেকে বের হয়ে বিকেলে ফিরে আসি। এরপর ভিতর থেকে দরজা না খোলায় ভেঙে দেখি গলায় ওড়না পেঁচিয়ে আমার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশে খবর দেই।

তিনি আরও বলেন, আমাদের বিয়ের ৯ বছর হয়েছে। তার সঙ্গে আমার ঝগড়া হয়নি। কেন এমন কাজ করল, সেটি বলতে পারি না।

শাহজাহানপুর থানার এসআই আব্দুল হাকিম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক কলহে এ ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ বেরিয়ে আসবে।

আমাদেরকাগজ/এইচএম