জাতীয় ১৪ নভেম্বর, ২০২২ ০৯:৪৮

শিক্ষাই জাতিকে মহান জাতিতে পরিণত করতে: তাপস

নিজস্ব প্রতিবেদক: একমাত্র শিক্ষাই পারে একটি জাতিকে মহান জাতিতে পরিণত করতে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৪ নভেম্বর) রাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠনের ১৫তম সাধারণ সম্মেলন (এইউএপি) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।

তাপস বলেন, এ বাস্তবতা বারবার প্রমাণিত যে, শিক্ষা ছাড়া কোন কিছুই সম্ভব নয়। শুধু শিক্ষাই পারে একটি জাতির মজবুত ভিত গড়ে দিতে। শিক্ষাই পারে একটি জাতিকে মহান জাতিতে পরিণত করতে। একমাত্র শিক্ষাই পারে দারিদ্র্যের দুষ্টু চক্র ভাঙতে।

জাতির পিতার দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছেন উল্লেখ করে মেয়র তাপস বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে জাতির ভাগ্যোন্নয়নের একমাত্র হাতিয়ার হিসেবে বেঁচে নেন। তিনি জানতেন, জাতি গঠনের অন্যতম পূর্ব শর্তই হলো শিক্ষা। পিতার দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিক্ষা নীতি, ২০১০ প্রণয়ন করেন। তিনি শিক্ষাকে অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করে চলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউএপি’র সভাপতি ড. পিটার পি লরেল, এইউএপি’র প্রথম সহসভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান, জাগরণ লেকসিটি ইউনিভার্সিটির চ্যান্সেলর ও এইউএপি’র দ্বিতীয় সহসভাপতি হরি মোহন গুপ্ত প্রমুখ।


আমাদরেকাগজ/এইচএম