আমাদের কাগজ ডেস্কঃ কার মৃত্যু কখন ঘটবে তা বলা অনিশ্চিত। আল্লাহকে সাক্ষ্য রেখে, ইমানের সঙ্গে মৃত্যু চেয়েছিলেন সাবেক ওই নেতা। সম্প্রতি তার এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এ তথ্য উঠে এসেছে।
মহান স্রষ্টার কাছে সবসময় তিনটি অনুগ্রহ চাইতেন দুরন্ত।
তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পিন পোস্টে সে কথা লেখা রয়েছে।
গত ১৮ মার্চ সেই পোস্টটি করেন দুরন্ত বিপ্লব।
তার সেই পোস্টটি হলো—
‘হে আল্লাহ, আপনার নিকট তিনটি অনুগ্রহ চাই!
১। শারীরিক সুস্থতা
২। ঋণমুক্ত জীবন এবং
৩। ইমানের সঙ্গে মৃত্যু
নিশ্চয়ই আপনি অসীম দয়ালু পরমকরুণাময়।
এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার লাশটি আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবের (৫১) বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) বিকালে কেরানীগঞ্জের পানগাও এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
আমাদের কাগজ/এম টি




















