জাতীয় ১২ নভেম্বর, ২০২২ ০৭:০৫

যেদিন ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন তিনি। এটিই রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

শনিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২৪ নভেম্বর ডায়ালগ অংশীদার হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা আসার কথা রয়েছে। এর পরদিন ঢাকা ছাড়বেন সের্গেই ল্যাভরভ।

আইওআরএর বর্তমান সভাপতি বাংলাদেশ। আগামী ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসও’র বৈঠক হবে। ২৪ নভেম্বর সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এদিন আইওআরএর ডায়ালগ অংশীদাররা বৈঠকে যোগ দেবেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। এতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতা সংক্রান্ত আলোচনা হতে পারে। তবে, কোনো ধরনের চুক্তি হচ্ছে না। ঢাকা ছেড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও একটি বৈঠক করার কথা আছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।


আমাদেরকাগজ/এইচএম