জাতীয় ৮ নভেম্বর, ২০২২ ০৬:০৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৮২০

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬২ জেলায় ছড়িয়ে পড়া ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৪৫০ জন এবং ঢাকার বাইরে ৩৭০ জন। এতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ যাবত ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮০২ জনে। একদিনে মারা গেছেন ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে ঠেকেছে।

চলতি মাসের মাঝামাঝি ২০১৯ সালের সর্বোচ্চ মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই বছর শুধু সরকারি হিসাবেই রেকর্ড ১৭৯ জনের মৃত্যু হয়। যদিও বেসরকারি হিসাবে মৃত্যু তিনশ’র বেশি।

আমাদের কাগজ//জেডআই