জাতীয় ৭ নভেম্বর, ২০২২ ০৫:৩৮

দেশে করোনায় মৃত্যু নেই, কমছে শনাক্তও

আমাদের কাগজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজনও মারা যায় নি। তবে একই সময়ে ৫৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৮৮২ জনে। এছাড়া মৃত্যু ২৯ হাজার ৪২৬ জনই অপরিবর্তিত রয়েছে।

সোমবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আমাদের কাগজ//জেডআই