জাতীয় ৩ নভেম্বর, ২০২২ ০৬:৩১

ডেঙ্গুতে রেকর্ড পেরিয়ে সর্বোচ্চ মৃত্যু আজ

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড পেরিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৮৮২ জন রোগী হাসপাতারে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেকর্ড ভেঙ্গে নয়জনের মৃত্যু হয়েছে আজ। যা এ বছরে এখন পর্যন্ত সবোর্চ্চ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৯৮৩ জন। এরমধ্যে ১৬১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

আমাদের কাগজ//জেডআই