নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ পরিষদের চলমান ২০তম অধিবেশন শুরু হচ্ছে রোববার (৩০ অক্টোবর)। এ বছরের ৫ম অধিবেশন শুরু হবে আজ বিকেল সাড়ে চারটায়। এর আগে বিকাল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে ৫ম অধিবেশন চলবে ১০ নভেম্বর পর্যন্ত। অধিবেশনের শুরুতেই প্রেসিডিয়াম মনোনয়ন দেওয়া হবে। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। এরপর শোক প্রস্তাব আনা হবে।
এছাড়া গত দুই মাসে মৃত্যুবরণকারী বিশিষ্ট ব্যক্তিদের নামে শোক প্রকাশের পর এক মিনিট নীরবতা পালন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হবে। তবে বর্তমান সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর কারণে সংসদে তার জীবনী নিয়ে আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি করা হবে।
আমাদেরকাগজ/এইচএম



















