নিজস্ব প্রতিবেদক: অনেক বাধা অতিক্রম করে পায়রা সমুদ্রবন্দরের কাজ শুরু হয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বলেছিলেন, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। ঠিকই আমাদের কেউ দাবায়ে রাখতে পারে নাই।’
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পায়রা বন্দরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ থেকে একটি তহবিল তৈরি করা হয়। এই তহবিলের নাম বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। সেখান থেকে পায়রা বন্দরের উন্নয়নে স্বল্প সুদে ঋণ হিসেবে টাকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল দিয়ে পায়রা বন্দরের কাজ শুরু করেছি। ভবিষ্যতে আমরা অবকাঠামো উন্নয়নে এই তহবিল ব্যবহার করতে পারব।
সরকারপ্রধান বলেন, রিজার্ভের টাকা গেছে পায়রা বন্দরে, খাদ্য আমদানিতে। অনেকেই জানতে চায়, রিজার্ভের টাকা গেলো কোথায়। তাদের বলতে চাই, এটা কেউ চিবিয়ে খায়নি। রিজার্ভের টাকা গেছে আমদানিতে, মানুষের কাজেই এটা লাগাচ্ছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, কেউ বিশ্বাসই করতে পারে নাই এখানে একটা বন্দর হতে পারে।। আমার নিজের মধ্যে অনেক বাধা ছিল। ছোটবেলায় বাবার কাছে একটা গল্প শুনেছিলাম, নদীতে ড্রেজিং হতো। গভীরতা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলেছেন, ড্রেজিংয়ের পর আবার সিলগালা করা হবে। তবে প্রথমে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, তারপর নিয়মিত ড্রেজিং চালিয়ে যেতে হবে। দেশের সবচেয়ে বড় ড্রেজিং কাজ চলছে পয়রা বন্দরে।
আজ যে আটটি জাহাজের উদ্বোধন করা হলো তার মধ্যে সাতটি আমাদের দেশে তৈরি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি নৌপথকে সবচেয়ে গুরুত্ব দেই। এটা সবচেয়ে কম খরচে করা যায়। শুধু সড়কে না, সব দিক থেকেই একটা যোগাযোগ করতে পারছি এই অঞ্চলের সঙ্গে। এই অঞ্চলে শিল্পকারখানা হচ্ছে, পর্যটনের সুযোগ সৃষ্টি হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। এখানে একটা জায়গা আছে স্বর্ণদ্বীপ, যা স্থানীয়োবে সোনার চর নামে পরিচিত। সেখানে সূ্র্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় একই সঙ্গে। এখানে পর্যটনের সুযোগ আছে।
আমাদেরকাগজ/এইচএম






















