জাতীয় ২৬ অক্টোবর, ২০২২ ১২:৪৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্বিষহ যানজট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট এসেছে বনানী পর্যন্ত। ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট এসেছে বনানী পর্যন্ত। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টঙ্গি-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। গতকালকের তুলনায় আজকের দিনের যানজটের অবস্থা বহুলাংশে খারাপ বলে জানিয়েছে পুলিশ সদস্যরা।

সকাল থেকেই ঢাকা-টঙ্গি-ময়মনসিংহ মহাসড়কে দেখা যায় সড়কে থেমে আছে হাজার হাজার যানবাহন। বৃষ্টির ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া টঙ্গীতে রাস্তায় কাদা ও ফাটল ধরায় যানজট হয়েছে তীব্র থেকে তীব্রতর।

বুধবার (২৬ অক্টোবর) ভোর ৫টা থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর যানজট চলে গেছে রাজধানীর বনানী পর্যন্ত। কোনো গাড়িই সামনে এগোতে পারছে না।

টানা বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর টঙ্গী অংশে গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে টঙ্গীর মিলগেট ও স্টেশন রোড এলাকায় সড়কে কাদা জমে গেছে। এছাড়া কিছু অংশে ফাটল রয়েছে। এতে যান চলাচলে সমস্যা হচ্ছে। গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও রয়েছে।

ক্ষতিগ্রস্ত যাত্রীরা জানান, বিশেষ প্রয়োজন না হলে এ সড়ক ব্যবহার না করাই ভালো। মাত্র কয়েক মিনিটের রাস্তা এক ঘণ্টায়ও কাভার করা যায় না। গাজীপুর থেকে অফিসের জন্য যারা উত্তরা বা ঢাকায় যান তাদের অবস্থা সবচেয়ে খারাপ। এ কারণে অনেকেই বিকল্প রাস্তায় কখনো হেঁটে বা রিকশা পরিবর্তন করে কাজে যান।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন জানান, টঙ্গীর মিলগেট এলাকায় সড়কে ফাটল থাকায় দুই দিকেই যানবাহনের ধীর গতি রয়েছে।

আমাদেরকাগজ/এইচএম