জাতীয় ২৪ অক্টোবর, ২০২২ ০৯:০৪

ঢাকায় আসছেন কেনেডি জুনিয়র

কেনেডি জুনিয়র

কেনেডি জুনিয়র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ২৯ অক্টোবর আট দিনের সফরে সপরিবারে ঢাকায় আসছেন এডওয়ার্ড এম. কেনেডি জুনিয়র। সোমবার (২৪ অক্টোবর) ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষেই কেনেডি জুনিয়রের এই ঢাকা সফর। এছাড়া বিজ্ঞপ্তিতে এ সফরকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন।

কেনেডি জুনিয়র সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্যদের মধ্যে থাকবেন তার স্ত্রী ডা. ক্যাথরিন কিকি কেনেডি, কন্যা ডা. কিলি কেনেডি, পুত্র টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন এবং ভাতিজা ম্যাক্স অ্যালেন। ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই সফরে কেনেডি জুনিয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া কেনেডি পরিবারের বিভিন্ন সাংস্কৃতিক স্থান পরিদর্শনের কথা রয়েছে।


আমাদেরকাগজ/এইচএম