জাতীয় ২৪ অক্টোবর, ২০২২ ০৩:০২

ঘূর্ণিঝড় সিত্রাং: সারা দেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

সোমবার সকালে বিআইডব্লিউটিএর উপপরিচালক জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিআইডব্লিউটিএর বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধ থাকবে।

ছাড় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি এবং পরবর্তী করণীয় লক্ষ্যে বিআইডব্লিউটিএর সব কর্মকর্তা-কর্মচারীর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। উদ্ধারকারী নৌযানগুলো সার্বক্ষণিক প্রস্তুত রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিয়েছে এবং বারবার গতিপথ পরিবর্তন করছে। সিত্রাংয়ের প্রভাবে গতকাল রোববার মধ্যরাত থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে মোংলা পায়রা সমুদ্রবন্দরকে নম্বর এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর কক্সবাজারকে নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। ছাড়া আজ সোমবার থেকে সারা দেশেই ভারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূল অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে।

 

 

আমাদের কাগজ/টিআর