জাতীয় ২৩ অক্টোবর, ২০২২ ০৫:২২

২৪ ঘণ্টায় ১৩৯ জনের দেহে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৩৯ জনের দেহে। এছাড়া করোনায় একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জনে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৩ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

আমাদের কাগজ//জেডআই