জাতীয় ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:২৪

'নাগরিক সুবিধা দিতে ব্যর্থ সরকার'

ডেস্ক রিপোর্ট।। 

সরকার যত দিন আন্তরিক না হবে, তত দিন সড়কে দুর্ঘটনা কমবে না। এমনটাই মনে করেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। শুক্রবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। 

এছাড়া, ট্রিপের চুক্তিতে চালকদের দিয়ে বাস চালানো একটি অমানবিক সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি। পাশাপাশি নাগরিক সমস্যা নিয়ে কথা বললে সরকার প্রতিপক্ষ হিসেবে নেয় বলেও অভিযোগ করেন সুলতানা কামাল। 

সভায় আরো বক্তব্য রাখেন, জাসদ নেতা ও সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল, গণসংহতি আন্দোলেন সভাপতি জোনায়েদ সাকি। বক্তারা বলেন, সড়কের পাশে পর্যাপ্ত ফুটপাত না থাকায় দুর্ঘটনা বাড়ছে। এছাড়া, গণ পরিবহণসহ সড়কে কোনো শৃঙ্খলা নেই বলেও দাবি তাদের।