নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিশু একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে শিশু একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলামকে সোমবার (১৭ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
আমাদের কাগজ//টিএ






















