জাতীয় ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৪০

জলবায়ু অভিযোজনের উপায় উদ্ভাবনে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেস্ক রিপোর্ট।। 

আগাম জলবায়ু অভিযোজনে সমাধানের উপায় উদ্ভাবনের জন্য বিশ্ব নেতৃবৃন্দ, সরকার ও ব্যবসায়ীদের প্রতি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’ এর নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনও জাতির একার পক্ষে এটি করা সম্ভব নয়। এক্ষেত্রে সমগ্র বিশ্বকে ঐক্যবদ্ধ করতে হবে। এরইমধ্যে, বাংলাদেশ পদক্ষেপ নিলেও অনেক কাজ এখনো বাকি রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এই কমিশনের নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন। বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার প্রযুক্তিবিদ বিল গেটস এবং বিশ্ব ব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিয়েভাও কমিশনে রয়েছেন। গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন রিপোর্ট বিশ্বের ১০টিরও বেশি রাজধানী ও নগরী থেকে প্রকাশ করা হয়েছে, যার মূল শ্লোগান হচ্ছে ‘অ্যাডাপ্ট আওয়ার ওয়ার্ল্ড।’