ডেস্ক রিপোর্ট
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। আজ বুধবার দুপুরে যোগদান করেন তিনি। মুশফিকুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক আনিস মাহমুদের স্থলাভিষিক্ত হলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১ ফেব্রুয়ারি মুশফিকুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে। বিসিএস ১৩ তম ব্যাচের কর্মকর্তা ড. মো. মুশফিকুর রহমান ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্ত্রণালয়ের (উপ-সচিব) ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও অফিসের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকদের সঙ্গে এক পরিচিতি সভা করেন।






















