জাতীয় ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:০৭

আন্তর্জাতিক টানাপোড়েনের মাঝে ঢাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ

ডেস্ক রিপোর্ট।।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা)’ সম্মেলনে যোগ দেবেন তিনি

রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার (৪ ও ৫ সেপ্টেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, কেনিয়া, সিশেলস, মরিশাস ও মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দেবেন। 

এর আগে গত সপ্তাহে তিনি চীন, জাপান ও মালয়েশিয়া সফর করেন।