জাতীয় ২৬ ডিসেম্বর, ২০২০ ১১:৩৮

‘শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করতে হবে’

ডেস্ক রিপোর্ট

রেলপথ মন্ত্রণালয়ের রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আমাদের শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী বি এল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নতুন ভবন ঢাকা-বাংলাবান্ধা সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ধর্মকে ব্যবহার করে আমাদের সমাজকে বিগড়ে দিতে চায়, আমাদের দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন কিছু মানুষ ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি আরো বলেন, ফতোয়া দিয়ে মানুষের মাঝে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।