নিজস্ব প্রতিবেদক
ইরাকের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান প্রতিষ্ঠান ইরাকি এয়ারওয়েজ বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করার অনুমতি চেয়েছে। সম্প্রতি এয়ারলাইন্সটি ফ্লাইট চালানোর অনুমতি চেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে চিঠি দিয়েছে। এছাড়া ইন্দোনেশিয়ার গারুদা ইন্দোনেশিয়া, ইরানের ইরান এয়ার ও দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ারও বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহী।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ইরাকি এয়ারওয়েজের চিঠি দিয়ে জানিয়েছে তারা ফ্লাইট পরিচালনা করতে চায়। তাদের জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করতে।
বেবিচক সূত্র জানিয়েছে, ইন্দোনেশিয়ার গারুদা ইন্দোনেশিয়া, ইরানের ইরান এয়ার ও দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা অনুমতি চাওয়ার বিষয়ে কোনও চিঠি দেয়নি এখনও।






















