জাতীয় ডেস্ক।।
ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তার সামনেই একজনকে ইচ্ছেমতো মারধর করছেন একদল লোক৷ এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ বিস্তারিত না জানালেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে৷
নুরুল ইসলাম ডাবলু নামের এক ব্যক্তির ফেসবুক প্রোফাইল থেকে গত ২১ আগস্ট আপলোড করা একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়৷
এই পরিপ্রেক্ষিতে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়৷
জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘গত ২১ আগস্ট ২০১৯ তারিখে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার অভিযোগের বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় উক্ত অনাকাঙ্খিত ঘটনাটির বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে৷’’






















