ডেস্ক রিপোর্ট
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক সংবাদপত্র সংবাদ'র ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মুনীরুজ্জামান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মারা যান মুনীরুজ্জামা। মুনীরুজ্জামানের এক সময়ের সহকর্মী বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন।
জ্বরে আক্রান্ত হলে টেস্টে পজিটিভ আসার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন মুনীরুজ্জামান। পরে অবস্থার অবনতি হলে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মুনীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানিয়েছে।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



















