নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আজ সোমবার দুপুরে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ সোহেল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আইন সম্পাদক সৈয়দ সাইদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, এম রেজাউল কবির, উপ তথ্য ও যোগাযোগ(আইটি) বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।




















