জাতীয় ৫ নভেম্বর, ২০২০ ০৮:৫৭

রাজধানীতে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদার দক্ষিণ মান্ডার একটি বাসা থেকে লিমা (২৩) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি প্রলয় কুমার সাহা জানান, মান্ডার একটি বাসায় দুটি কক্ষ নিয়ে একাই ভাড়া থাকতেন লিমা। গতকাল বুধবার রাতে আশপাশের ভাড়াটিয়ারা ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে রাতেই ঘটনাস্থল থেকে ওই তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, পাঁচ বা ছয়দিন আগেই তার মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ডও হতে পারে। কেননা, মরদেহ উদ্ধারের সময় তরুণীর হাত বাঁধা ও গলায় ওড়না পেঁচানো ছিল। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, ওই তরুণীর পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, তার মা কমলাপুর এলাকায় থাকেন। আর বাবা শরিয়তপুরে গ্রামের বাড়িতে থাকেন। ১৫ দিন আগে এই তরুণী একজনকে বিয়ে করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, লিমা যাকে বিয়ে করেছিলেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।