জাতীয় ৩ নভেম্বর, ২০২০ ০৫:৩৪

৩০ শতাংশ নারী শ্রমিক করোনাকালে নির্যাতনের শিকার

ডেস্ক রিপোর্ট

কোভিড-১৯ পরিস্থিতিতে শতকরা ৩০ শতাংশ নারী শ্রমিক সামাজিক নির্যাতনের শিকার হয়েছেন এরমধ্যে ৭০ শতাংশই সময় মতো বাসা ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালার দ্বারা নানানভাবে নির্যাতনের শিকার হয়েছেন

এমন তথ্য উঠে এসেছে কোভিড-১৯ পরিস্থিতিতে বিভিন্ন খাতের নারী শ্রমিকের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে টিকে থাকার সংগ্রামী অনিশ্চিত জীবনযাত্রা শীর্ষক গবেষণায় করোনা ভাইরাসের প্রভাব পর্যালোচনার জন্য চলতি বছরের মার্চ, এপ্রিল মে মাসের তথ্য সংগ্রহ করা হয়েছে

গতকাল সোমবার কর্মজীবী নারী পরিচালিত গবেষণাটি প্রকাশের জন্য একটি ওয়েবিনার আয়োজিত হয়

গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, ১৬ দশমিক ১৬ শতাংশ নারী শ্রমিক শারীরিক, মৌখিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এদের মধ্যে শতকরা ৮১ শতাংশ নারী শ্রমিক তাদের স্বামীর দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন

ওয়েবিনারে বক্তারা বলেন, নিম্ন আয়ের মানুষ এবং শ্রমিকদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত ত্রাণ বা অর্থসাহায্য মনিটর করার ব্যবস্থা করতে হবে কোভিড-১৯-এর মতো পরিস্থিতিতে ট্রেড ইউনিয়ন লিডারদের আরো শক্তিশালী হতে হবে এবং স্থানীয় সরকারের সঙ্গে দরকষাকষি করার দক্ষতা বাড়াতে হবে যাতে তারা নারী শ্রমিকদের হয়ে তাদের অধিকার আদায় করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিরীন আক্তার এমপি, বিশেষ অতিথি ছিলেন ফ্রেডরিখ এবার্ট স্টিফটাংয়ের (এফইএস) স্থানীয় প্রতিনিধি টিনা ব্লুম এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক . মাহবুবুল এইচ সুমন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ জাতীয় নারী গৃহশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার