ডেস্ক রিপোর্ট
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় মো. আশিক (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে কাঁঠালবাগানের পাঁচতলা একটি ভবনের সামনে ওই যুবকের লাশ পড়ে ছিল।
নিউমার্কেট অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান গণমাধ্যমকে বলেন, সিসি ক্যামেরার সংযোগের কাজ করতেন আশিক। তবে ঘটনাটি রহস্যজনক। কেউ তাকে ফেলে দিয়েছে নাকি সে পাঁচতলা ওই ভবনের ছাদ থেকে পড়ে গেছে, তা তদন্তের পরই জানা যাবে।
পুলিশ কমিশনার আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজে আশিকের লাশ রয়েছে। তার লাশের ময়নাতদন্ত করা হবে।






















