বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২০ অক্টোবর, ২০২০ ০৩:০৩

ড্রাইভিং মোড আনছে গুগল অ্যাসিস্ট্যান্ট

ডেস্ক রিপোর্ট

২০১৯ এর মাঝামাঝি সময়ে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড চালু করার কথা থাকলেও বাস্তবে সেই ওয়াদা রাখতে পারেনি গুগল।

তবে সম্প্রতি এক্সডিএ-ডেভেলপাররা জানায়, গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোডটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আংশিকভাবে দেওয়া আছে। এর ইন্টারফেসটি আগের তুলনায় কিছুটা পরিবর্তিত থাকবে। এটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি গুগল ম্যাপস বা সার্চ অ্যাপের নির্দিষ্ট কোনও সংস্করণের সঙ্গে সংযুক্ত নয়। এটি বিভিন্ন ডিভাইসে কাজ করবে। তবে সেটা হয়তো নির্ভর করবে ব্যবহারকারীর অ্যাকাউন্টের ওপরে।

গুগলের হিসাবে কোনও ফিচার এত দেরি করে আনার বিষয়টি খুবই বিরল তবে ডিজাইনের ক্ষেত্রে নতুনত্ব এটাই বলে যে, আগের ডিজাইনে গুগল খুব একটা খুশি ছিল না।

সূত্র-এনগ্যাজেট