নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ থাকা মো. বেলাল (২২) এর মৃতদেহ উদ্ধার হয়েছে।
বেলাল নতুন বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ফিশারি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্থানীয় জনতা।
স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ শেখর জানান, বাঁকখালী নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী।
শখ করে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুইজনের মধ্যে সোমবার বেলা একটার দিকে মো. ইউনুস (৩৫) প্রকাশ লালুর লাশ উদ্ধার করা হয়। ইউনুস শহরের নতুন বাহারছড়া এলাকার নুরুল আবছারের ছেলে।
গত রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শখ করে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মো. ইউনুস, মো. বেলাল ও আব্দু শুক্কুর।
এতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। ওই দিনই আব্দু শুক্কুর (৩২) জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিল দুইজন।