লাইফ স্টাইল ১৭ অক্টোবর, ২০২০ ১১:২০

যাও, মাফ করে দিলাম

ডেস্ক রিপোর্ট

কবি জয় গোস্বামীর কবিতার মতো প্রাক্তনের প্রতি এমন অভিমান মেশানো জিজ্ঞাসা থাকে অনেকের।তাই বলে কবির মতো করে কজনে চিন্তা করে?প্রাত্তনের প্রতি বেশিরভাগ মানুষেরই থাকে অভিযোগ, প্রবল ঘৃণা ও ক্ষোভ।

হয়তো এই সব অনুভূতির পেছনের কারণগুলো যথার্থই যৌক্তিক। কিন্তু তা বলে অনুভূতিগুলো সারা জীবন ধরে পুষে রাখারও কি যৌক্তিক?নিজের মনে প্রাচীন ক্ষোভ পুষে রাখা মানেই তো নিরন্তর মানসিক পীড়ন। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রাখার মানে কি?  

কেবলই যেন বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখা। তার চেয়ে প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দেয়াই হয়তো বুদ্ধিমানের কাজ। অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এটাই হয়তো সবচেয়ে সহজ পথ।

 

                                                                                                                 ছবি সংগৃহীত