শিক্ষা ৩ অক্টোবর, ২০২০ ০৫:৪২

একাদশের ক্লাস শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস। ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্ত শিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

তবে ক্লাস শুরু হওয়া নিয়ে মফস্বলের শিক্ষার্থীদের প্রস্তুতি নেই বললেই চলে। কেননা মফস্বলের অনেক শিক্ষার্থী এমনকি শিক্ষকদেরও স্মার্টফোন নেই। তাদের প্রযুক্তি বিষয়ে তেমন দক্ষতাও নেই। তাই এমন পরিস্থিতিতে একদশ শ্রেণির অনলাইন ক্লাস বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এছাড়া ইন্টারনেটের উচ্চমূল্য এবং গতি কম হওয়ায় অনলাইন ক্লাসের ৮০ শতাংশ শিক্ষার্থীর জন্য অনলাইনে ক্লাস করা অনেক কষ্টসাধ্য।

জামালপুরের মেলান্দহ উপজেলার বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী বলেন, ‘আমাদের কলেজের ১০ শতাংশ মেয়ের ফোন আছে, যার বেশির ভাগই বাটন ফোন। আর ২০ শতাংশ ছেলের স্মার্টফোন আছে। কলেজের বেতন ২০০ টাকা, সেটাই তারা দিতে পারছে না। তাদের ইন্টারনেট কেনার টাকা কই? আমরা যখন সরাসরি অনলাইনে ক্লাস নিই, তখন ২ থেকে ৩ শতাংশের বেশি শিক্ষার্থী থাকে না, তবে পরে আরো ১০ শতাংশ দেখে। একাদশে এবার আমাদের ৪০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাদেরও আমরা অনলাইন ক্লাস শুরু করব, কিন্তু অবস্থা আগের মতোই হবে বলে মনে হচ্ছে।’

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের বসে থাকার সুযোগ নেই। তাই একাদশ শ্রেণিতে অনলাইনে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। যাদের পক্ষে সম্ভব হবে তারাই এই ক্লাস করবে। তবে আমি সব কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করব, তারা যেন ক্লাসগুলো ইউটিউব বা ওয়েবসাইটে আপলোড করে, যাতে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনমতো সময়ে ক্লাসগুলো দেখতে পারে।’