ডেস্ক রিপোর্ট
যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস্ লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগে ক্রেডিট অফিসার (প্লাজা/শোরুম), মার্চেন্ডাইজিং অফিসার (প্লাজা/শো-রুম), ম্যানেজার (প্লাজা/শো-রুম), ম্যানেজমেন্ট ট্রেইনি (প্লাজা/শোরুম) ও সেলস্ ট্রেইনি (প্লাজা/শো-রুম) মোট ০৫টি পদে ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।
ক্রেডিট অফিসার (প্লাজা/শোরুম) পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স/হিসাববিজ্ঞানে স্নাতক থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বেতন আলোচনা সাপেক্ষ।
মার্চেন্ডাইজিং অফিসার (প্লাজা/শো-রুম) পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে স্নাতক/আর্কিটেকচারে ডিপ্লোমা/সিভিল ইঞ্জিনিয়ারিং/ইন্টেরিয়র ডিজাইন থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩১ বছর।
বেতন আলোচনা সাপেক্ষ।
ম্যানেজার (প্লাজা/শো-রুম) পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় শাখায় স্নাতক থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ০২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বেতন আলোচনা সাপেক্ষ।
ম্যানেজমেন্ট ট্রেইনি (প্লাজা/শোরুম) পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে স্নাতক/ব্যবসায় শাখায় স্নাতক থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ০১ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর। বেতন আলোচনা সাপেক্ষ।
সেলস্ ট্রেইনি (প্লাজা/শো-রুম) পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় শাখায় স্নাতক থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ০১ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর। বেতন আলোচনা সাপেক্ষ।
চাকরির ধরন ফুল টাইম। কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থান। আবেদন করতে ক্লিক করুন- career@jamunagroup-bd.com এই ঠিকানায়। আবেদনের শেষ সময় আগামী ৩০ অক্টোবর ২০২০ পর্যন্ত।