অর্থ ও বাণিজ্য ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৫৮

১৩ দেশ থেকে সমুদ্রপথে পেঁয়াজ আসছে

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর থেকেই দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। এবার ১৩টি দেশ থেকে সমুদ্রপথে বাংলাদেশে পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হয়েছে। ১৩টি দেশ থেকে আসবে প্রায় পৌনে ৭ লাখ টন পেঁয়াজ। চট্টগ্রাম বন্দরে এসেছে ২৫৮ টন পেঁয়াজ। চট্টগ্রামে গতকাল মঙ্গলবার পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা কেজিতে। আগামী ৩ অক্টোবর চীন থেকে আসবে ২৫০ টন পেঁয়াজ।

আমদানিকারক ট্রেড ইমপেক্সের কর্ণধার ফারুক আহমেদ বলেন, আমার ২৫০ টনের পেঁয়াজ চীন থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ৩ অক্টোবর। দ্রুততার সঙ্গেই আমরা পেঁয়াজ আমদানি করেছি। ছোট ছোট আমদানিকারকরা যে গতি নিয়ে আমদানি করে বাজারে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সেটি অব্যাহত রেখেই বাজার স্থিতিশীল রাখতে হবে। এ জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা উচিত।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরে এ মুহূর্তে ২৫৮ টন পেঁয়াজ জাহাজ থেকে নামিয়ে ইয়ার্ডে রাখা আছে। সেগুলো ছাড়ের অপেক্ষায় আছে। বহির্নোঙরে জাহাজে কী পরিমাণ পেঁয়াজ আছে তার হিসাব আমাদের কাছে নেই। তবে আমদানিকারকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জাহাজেও প্রচুর পেঁয়াজের কনটেইনার আছে।