অর্থ ও বাণিজ্য ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৫৩

স্টক এক্সচেঞ্জে লেনদেনের সঙ্গে সূচকও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

 

 

 

 

 

 

 

 

কদিন পরই আবার সূচক কমেছে দেশের দুই শেয়ারবাজারে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৮ পয়েন্ট।

ডিএসইতে মঙ্গলবার গত কার্যদিবসের চেয়ে লেনদেনও কমেছে। মোট লেনদেন হয়েছে ৮৫৩ কোটি টাকার। গত কার্যদিবস মোট লেনদেনের পরিমাণ ছিল ৮৭৯ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল ডিএসইতে ডিএসইএক্স সূচক বাড়ে ৩২ পয়েন্ট।

আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৬৭টির, অপরিবর্তিত আছে ৪৯টির দর। ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, নিটল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইস্টল্যান্ড, স্কয়ার ফার্মা, এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড ও কর্ণফুলী।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানি হলো প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কর্ণফুলী, গ্রিন ডেলটা মিউচুয়াল ফান্ড, রিপাবলিক, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ও নিটল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইউনাইটেড এয়ার, ফাইন ফুডস, জিকিউ বলপেন, ফার্স্ট ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, মিথুন নিটিং, সানলাইফ ইনস্যুরেন্স, শ্যামপুর সুগার, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও হাক্কানি পাল্প।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৩৬টির, অপরিবর্তিত আছে ৩৯টির দর।