প্রবাসের কথা ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৯:০৬

অ্যারিজোনায়' বাংলাদেশি দম্পত্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে প্রবাসী এক বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার সকালে ফিনিক্স শহরের বেসলাইন রোডের ৪০তম এভিনিউয়ের কাছের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার অ্যারিজোনের স্থানীয় অনলাইন গণমাধ্যম এবিসি ফিফটিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন- আবুল আহসান হাবিব (৫২) ও তার স্ত্রী সৈয়দা সোহেলি আক্তার। পুলিশ বলছে, স্ত্রী সোহেলিকে গুলি করে হত্যার পর নিজে পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন হাবিব।

পুলিশ জানিয়েছে, সোহেলি তার ছেলেকে নিয়ে বেসলাইন রোডের ৪০তম এভিনিউয়ের কাছের একটি বাড়িতে থাকতেন। রোববার স্থানীয় সময় সকালে ওই বাড়িতে স্বামী হাবিবের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশে ফোন করেন সোহেলি। তবে ৯টা ২৬ মিনিটে পুলিশ যাওয়ার আগেই হাবিব ওই বাড়ি থেকে বেরিয়ে যান। ১০-১৫ মিনিট পর ওই বাড়ি থেকে চলে আসার পর ৯টা ৫১ মিনিটে পুনরায় সোহেলির ফোন পায় পুলিশ। ফোনে কথা বলার এক পর্যায়ে গুলির শব্দ পান পুলিশ সদস্য। পরে দ্রুত পুলিশ সদস্যরা পুনরায় ওই বাড়িতে গিয়ে সোহেলি ও হাবিবের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলে একটি পিস্তলও পাওয়া যায়।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ফিনিক্সের পুলিশ।