বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০২:৪১

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সাফল্য দেখছে বাংলাদেশ

রোবোটিক্সের সবচেয়ে বড় আয়োজন ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ। করোনাভাইরাসের জন্য এবার এর পুরো আয়োজন হয়েছে ভার্চুয়ালি। টানা চতুর্থবারের মত এতে অংশ নিয়েছে বাংলাদেশ। ৩মাস ব্যাপী এই প্রতিযোগিতায় ১৭৪টি দেশের মধ্যে শীর্ষে উঠে আসে টিম বাংলাদেশ।

গত বছরে ৭ম হয়ে শেষ করেছিল  টিম বাংলাদেশ। এবারে দলটির বর্তমান অবস্থান দুই এবং প্রতিযোগিতা শেষ হলেও চূড়ান্ত ফলের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বিশ্বের প্রায় সবগুলো দেশই এতে অংশ নেয়। এই রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবাই ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।