বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৩০ নভেম্বর, ২০১৯ ০১:৪৭

এবার হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার

প্রযুক্তি ডেস্ক।।

ব্যবহারকারীদের সংখ্যা বাড়াতে বেশ কিছুদিন ধরেই নিয়মিতভাবে নতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় এবার আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য কল ওয়েটিং ফিচার চালু করেছে মেসেজিং অ্যাপটি।

নতুন এ সুবিধা চালুর ফলে কোনো বন্ধুর সঙ্গে অডিও-ভিডিও কল করার সময় অন্য কেউ কল করলে তা জানা যাবে। ফলে কল শেষ করে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগ মিলবে। চাইলে মোবাইল ফোনের আদলে চালু থাকা কল কেটে নতুন কলও রিসিভ করা যাবে।

এর আগে স্বয়ংক্রিয় ‘ভয়েস মেসেজ’ সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের কাছে আসা একাধিক ‘ভয়েস মেসেজ’ আলাদাভাবে ক্লিক করার বদলে স্বয়ংক্রিয়ভাবে একটির পর একটি শোনার সুযোগ দিয়ে থাকে ফিচারটি।