লাইফ স্টাইল ২৯ নভেম্বর, ২০১৯ ০৯:৫৪

যৌন মিলনে কিছু সতর্কতা...

রিপোর্ট ডেস্ক 

নারী-পুরুষের চুড়ান্ত আনন্দ হিসেবে গাহ্য করা যায় যৌন মিলনকে। সেই মিলন হওয়া উচিত আনন্দময়। সে জন্যই মেনে চলা উচিত কিছু সতর্কতা। 

সম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যৌন মিলনের সময় ভ্যাজাইনায় প্রচন্ড ব্যাথা অনুভব করেন অনেক নারী৷ এটি কখনই কাঙ্খিত নয় ৷ এই বিষয়টি দূর করা সম্ভব ৷ 

নারীদের হরমোন কমা বা বাড়ার ওপর এটা নির্ভর করে ৷ ওস্ট্রেজন লেভেল কমে যায় ৷ স্ট্রেস, ওষুধ , মেনোপজ এই সবের কারণে হতে পারে হরমোনাল বদল ৷ 

যদি যৌন মিলনের সময় ভ্যাজাইনায় ব্যাথা হয় , হতেই পারে এমনটা ভেবে নেবেন না ৷ চিকিৎসকের পরামর্শ নিন ৷ তিনিই এর সঠিক কারণ বার করতে পারবেন ৷ 

ভ্যাজাইনায় জ্বালার কারণ হতে পারে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ৷ এছাড়াও ভ্যাজাইনার গঠনগত সমস্যাও থাকতে পারে ৷ এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন ৷ 

এন্ডিওমেটিরোসিস, ব্লাডার ইনফেকশন, ওভারিয়ান শিস্ট, ইউটেরিয়ান ফাইব্রয়েড এগুলিও মারাত্মক হতে পারে ৷ সেক্ষেত্রে ভ্যাজাইনা বা তার সংলগ্ন অংশে অস্ত্রোপচারও করতে হতে পারে ৷ 

এই ব্যাথার আরও একটি কারণ হতে পারে আপনাদের জন্য যে সেক্স পজিশন সঠিক সেটা আপনারা ব্যবহার করছেন না ৷ আর যার জন্য এই ব্যাথা হচ্ছে ৷ তাই নতুন কোনো পজিশন ট্রাই করতে পারেন ৷ 

ভ্যাজাইনায় সাধারণত ফ্লুইড থাকে যা ভ্যাজাইনাকে সিক্ত রাখে ৷ যাতে পুরুষ যৌনাঙ্গ অবাধে প্রবেশ করতে পারে ৷ কিন্তু যদি সেটা না হয় অর্থাৎ ভ্যাজাইনার ন্যাচারল ফ্লুইড যদি কোনও কারণে কমে যায় তাহলে যৌন মিলনে ব্যাথা হতে পারে ৷ তাই সেক্ষেত্রেও চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত ৷