শিক্ষা ২০ নভেম্বর, ২০১৯ ০৬:৩৯

চড় দিয়ে ছাত্রের কানের পর্দা ফাটালেন প্রধান শিক্ষক

ডেস্ক রিপোর্ট।। 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী হাজী আবদুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে চড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জাকির হোসেন নামের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শাসনের নামে অশালীন ভাষা ব্যবহারেরও অভিযোগ রয়েছে। 

গত ১৮ নভেম্বর, সোমবার বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া আজিম শেখকে (১৪) চড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেন ওই প্রধান শিক্ষক। আহতাবস্থায় আজিমকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী গতকাল ১৯ নভেম্বর, মঙ্গলবার বিকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়।

শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, প্রধান শিক্ষক জাকির হোসেন সোমবার বিদ্যালয় চলাকালীন নবম আজিম শেখকে শারীরিকভাবে নির্যাতন করেন। এরই এক পর্যায়ে তার চড়-থাপ্পড়ে আজিমের কানের পর্দা ফেটে যায়। 

তাদের অভিযোগ, প্রধান শিক্ষক জাকির হোসেন ইতিপূর্বে রাকিব-শাকিলসহ আরো কয়েক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের শাসনের নামে খুবই অশালীন ভাষা ব্যবহার করে গালিগালাজ করেন।

শিক্ষার্থীরা দাবি করেন, বিদ্যালয়ে সুশিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে ওই প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় তাকে বিচারের মুখোমুখি করতে হবে।

এ ব্যাপারে জানতে চাইলে নিজের ভুল স্বীকার করেন অভিযুক্ত প্রধান শিক্ষক জাকির হোসেন। তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে। বিষয়টি মিটমাটের চেষ্টা করছি।’

এ বিষয়ে অভিযোগ পাওয়া কথা স্বীকার করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান মাহমুদ রাসেল। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।