সোশ্যাল মিডিয়া ১৮ নভেম্বর, ২০১৯ ০২:২০

এক সময়ের রাজপথ কাপানো ছাত্রলীগ নেতা আজ নিঃস্ব

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কবি জসিম উদ্দিন হলের সাবেক সভাপতি মেহেদী হাসান রনির নিজেরই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের এক নিবেদিত প্রাণ আওয়ামী লীগার ও হল ছাত্রলীগের সাবেক সভাপতির গল্পই ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা তার সর্বশেষ স্ট্যাটাসে। সংগৃহিত এই স্ট্যাটাসটি আমাদের কাগজ পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

"অনেক পুরাতন শার্ট, টুপি পরিহিত ও আশাহীন চোখে তাকিয়ে থাকা জরাজীর্ণ ছবির এই মানুষটির নাম- মোতাহার হোসেন রানা।

(সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সাবেক সভাপতি, কবি জসিম উদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক সভাপতি, মিরশ্বরাই থানা ছাত্রলীগ)

৯০-এ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম কাতারের নেতা ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক সভায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আজকের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে ৫ মিনিট বক্তব্য দিয়েছিলেন তিনি। সভামঞ্চে তার বক্তব্য শুনে দেশরত্ন শেখ হাসিনা খুশী হয়ে তার নাম, ঠিকানা ডায়রীতে টুকে নিয়েছিলেন সেদিন।

১৬ই নভেম্বর মিরশ্বরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল। উপস্থিত দর্শকের সারিতে চেয়ারে এমন অসহায় হয়ে বসেছিলেন একসময়ের মাঠ কাপানো সাবেক ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন রানা ভাই। কিন্ত সভামঞ্চে তারই হাতে গড়া কর্মী, সহযোদ্ধা অনেকে থাকলেও কেউ তার খবর রাখেনি।

রাজনীতিতে অর্থ-বিত্ত না থাকলে দাম নাই।টাকা,পয়সা না থাকলে টিকে থাকা যায় না। সংগ্রাম আর ত্যাগের এটাই সত্য। জয় হোক রানা ভাইয়ের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা সারা বাংলার সকল মুজিব প্রেমী কর্মীদের।

জয় বাংলা - জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘজীবি হোক...

সংগৃহিত"