বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৫ নভেম্বর, ২০১৯ ১১:৫১

আবহাওয়ার নতুন পূর্বাভাস সিস্টেম আনছে আইবিএম

প্রযুক্তি ডেস্ক ।।

নতুন আবহাওয়া পূর্বাভাস সিস্টেম চালু করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নতুন আবহাওয়া পূর্বাভাসের পদ্ধতি সম্পর্কে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, এটি আগাম ১২ ঘণ্টার আবহাওয়া সংক্রান্ত তথ্য জানিয়ে দিতে পারবে। বিশ্বের যেসব অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস জানা সম্ভব ছিল না, আইবিএমের নতুন পদ্ধতিতে সেখানকার আবহাওয়ার পূর্বাভাসও জানা সম্ভব হবে।

আইবিএম উদ্ভাবিত নতুন প্রযুক্তির নাম গ্লোবাল হাই-রেজল্যুশন অ্যাটমোসফরিক ফোরকাস্টিং সিস্টেম (জিআরএএফ)। সুপার কম্পিউটারে চলা এ সিস্টেমের মাধ্যমে বিস্তারিত ও নিখুঁত পূর্বাভাস পাওয়া যাবে। এর আগে এ ধরনের নিখুঁত পূর্বাভাস কেবল যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের কয়েকটি দেশে চালু ছিল।

বিশ্লেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ও নিখুঁত আবহাওয়া পূর্বাভাসের চাহিদা এখন বেড়েছে। আইবিএমের নতুন পূর্বাভাসপদ্ধতিতে এক দিন আগেই নিখুঁতভাবে আবহাওয়ার তথ্য জানা যাবে, যা এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কাজে লাগবে। আবহাওয়া পরিবর্তনের ফলে এসব অঞ্চল এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

বর্তমান বৈশ্বিক আবহাওয়ার মডেলে ১০-১৫ কিলোমিটার এলাকা পর্যন্ত পূর্বাভাস দিতে পারে যা ৬ থেকে ১২ ঘণ্টা পরপর হালনাগাদ হয়। আইবিএমের পূর্বাভাসপদ্ধতিতে তিন কিলোমিটারের মধ্যে সঠিক আবহাওয়ার তথ্য জানা যাবে। প্রতি ঘণ্টায় তথ্য হালনাগাদ হবে।

আবিইএমের মালিকানাধীন দ্য ওয়েদার কোম্পানির প্রধান ক্যামেরন ক্লেটন বলেন, বিশ্বের কিছু অঞ্চলের জন্য আইবিএমের নতুন পূর্বাভাসপদ্ধতি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। আগে থেকেই ঝড় ও বজ্রবৃষ্টির তথ্য জানা থাকলে ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষকেরা আগাম তথ্য হাতে পাবেন।