ডেস্ক রিপোর্ট।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশিতা ট্রেনের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে তুর্ণা নিশিতা এবং সিলেট থেকে চট্টগ্রাম রুটে চলাচল করে উদয়ন এক্সপ্রেস টেনটি। ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ শেষে পুনরায় এসব রুটের ট্রেন চলাচল শুরু হবে।’
উল্লেখ্য, দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন এবং ৭৪ জন আহত হয়েছেন। আহতরা কসবার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রেলের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা দিয়েছেন।