শিল্প ও সাহিত্য ৭ আগস্ট, ২০১৯ ০৫:৫৮

তুমি নাই বলে

আজকে আমরা কাঁদি
তুমি পাশে নেই তাই,
তুমি ছিলে সব বাঙালির
পাশে থাকা প্রিয় ভাই ।

তুমি নাই বলে সােনার বাংলা
সােনা হয়নি আজও,
কী ধন ছিল বঙ্গবন্ধু
বাঙ্গালিরা আজ বুঝে।

বাঙ্গালির চোখে জল ঝরে পড়ে
তুমি আজ নেই বলে,
সােনালি স্বপ্ন দেখিয়ে তুমি
কেন যে হারিয়ে গেলে?

তুমি আজ নেই ঝড় বুকে তাই
গলেতে ব্যথার গাহন,
যে স্বপ্ন তুমি দেখে গিয়েছে
পূরন হবে তা কখন।

তুমি আজ নেই এই বাংলায়
তাই তো বাঙ্গালী কাঁদো,
তোমার কথা ভেবে যাই আমি
কাজে ও অবসাদে।