কৃষি ৫ নভেম্বর, ২০১৯ ১২:০২

সরকারি নির্দেশ অমান্য করে ৬০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া দামে

ডেস্ক রিপোর্ট।। 

চট্টগ্রামের খাতুনগঞ্জে আজ থেকে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকায় বিক্রির নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ টাকায়।

৬০ টাকা দাম কার্যকর করতে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পেঁয়াজ ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. সেলিম হোসেন এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম পেঁয়াজের বাজার ঘুরে দেখেন।

তারা জানান, মিয়ানমার থেকে ৪২ টাকা দরে আমদানি করা পেঁয়াজের পাইকারি মূল্য ৬০ টাকার বেশি হতে পারে না। খুচরা পর্যায়ে এটি ৭০ টাকা হওয়া উচিত। কিন্তু আড়তে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে যা অযৌক্তিক।

তাই পেঁয়াজের দর নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা না মানলে আবারও অভিযান চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।