সোশ্যাল মিডিয়া ৩ নভেম্বর, ২০১৯ ০৩:২৮

খোকার পরিবারের পাশে পররাষ্ট্র মন্ত্রনালয়

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে চিকিৎসাধীন ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরাও ছেড়ে দিয়েছেন তার বেচে থাকার আশা। এমতাবস্থায় খোকা ও তার স্ত্রীর পাসপোর্ট না থাকায় দেশে ফেরা নিয়ে দেখা দিয়েছিলো অনিশ্চয়তা। তার পরিবারের সদস্যরাও হতাশ হয়ে গিয়েছিলো।

ঠিক সে সময়ই খোকার পরিবার পাশে পাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়কে। পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার আলম এমপি শোনালেন আশার বানী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে জানিয়ে দেন যে, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পরিবার চাইলেই বাংলাদেশ মিশন তাদের ট্রাভেল ডকুমেন্টের ব্যবস্থা করবে। এমন কি খোকা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকলেও বিষয়টি মানবিক দৃষ্টিকোনে দেখা হবে বলে তিনি নিশ্চিত করেন। আমাদের কাগজ পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

"নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার 'ট্রাভেল পারমিট' এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই সেহেতু আন্তর্জাতিক ভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফিরার এটাই একমাত্র ব্যবস্থা।

আমি আমাদের নিউইয়র্কের কনসুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

তিনি এবং তার স্ত্রীর নামে মামলা আছে এবং গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই) কিন্তু মাননীয় স্বরাস্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।"