ডেস্ক রিপোর্ট ।।
দেশের বর্তমান অবস্থা ও দুর্নীতি পরিস্থিতি নিয়ে বিশিষ্ট কলামিস্ট পীর হাবিবুর রহমান তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করেন। অনেক সময় তার স্ট্যাটস নিয়ে অনেক সমালোচনা হয়ে থাকে। এর প্রেক্ষিতে তিনি আজ সন্ধ্যায় তার ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন।
পাঠকদের সুবিধার জন্য তার স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো-
"মানুষের পক্ষে থাকলে রাস্তার কুকুর ঘেউ ঘেউ করেই
একাত্তরের হানাদার বাহিনীর দোসরদের বিরুদ্ধে লিখেছো? বিএনপি জামাতের অভিশপ্ত শাসনের খল নায়কদের বিরুদ্ধে এখনো আঙ্গুল তুলো? আওয়ামীলীগের তৃনমূলের কিছু কালো বিড়াল বা কালো গন্ডার থেকে কেন্দ্রের দুর্নীতিবাজদের মুখোশ খুলে দাও? দলকানা সুবিধাবাদী, সুবিধাভোগী গনমাধ্যম কর্মিদের নিয়ে কথা বলো?
ব্যাংক ডাকাত থেকে শেয়ারবাজার জালিয়াতদের বিরুদ্ধে নিরন্তর লিখে যাও? বিদেশে লাখ লাখ হাজার কোটি টাকা পাচার কারীদের বিরুদ্ধে কথা বলো? ক্যাসিনো বাজিকর দলবদল কারী লোকমান থেকে বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার শ্যালক হানিফ ভূইয়া এখনো কিভাবে বিসিবির পরিচালক, এ প্রশ্ন তুলেই যাও?
প্রধানমন্ত্রী যে সম্পাদকদের বিরুদ্ধে ব্যাংকে চাদাবাজির হুমকির রেকর্ডের তথ্য দেন তাদের প্রতি মুখটা সামনে নিয়ে আসো? নিজের জেলার যে দুর্নীতিবাজ দলীয় ও রাজনৈতিক নিয়োগ পেয়ে ১০বছরে অঢেল অর্থ আলিশান বাড়ি, ঢাকায় জৌলুসময় সব অভিজাত এলাকায় মহামুল্যবান ফ্ল্যাট কিনে, দেশে বিদেশে নানা বিনিয়োগ, তার কুৎসিত চেহারা বের করে আনো?
পীর হাবিবুর রহমান তোমার সাহসের সীমা ছাড়িয়েছো, সব অপরাধীরা মিলে তোমার নামে মিথ্যা অপপ্রচারের, কুৎসা রটানোর গোয়েবলসীয় কায়দা নিয়েছে। তোমার চরিত্র হননের আক্রমন দেশ বিদেশের অন্ধ দাস ও ফেইক আইডি থেকে চালানো হচ্ছে।
আরে কাপুরুষ দুর্নীতিবাজরা, তোদের আমি গোনায়ই ধরিনা, কুকুরের ঘেউ ঘেউ মানুষের পক্ষে থাকলেই হবে। আমার সাহসের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই আমি কোন কিছুর ধারধারিনা।"